আজ রাত ১.০০ ঘটিকায় লাউর ফতেহপুর বাাজারে আকস্মিক বজ্রপাতের কারনে বাজারের মাঝে কিছু দোকানপাট পুড়ে ছাই। আগুনের আভাস পেয়ে এলাকাবাসী আগুন নিভানোর জন্য ছুটে আসে কিন্তু এই চৈত্র মাসে নেই খালে-বিলে,পুকুরে পানি।আর আগুনের তাপে কেউ সামনে ভিড়বে এই ক্ষমতাও ছিলনাও কারো।এক পর্যায়ে মানুষের আহজারিতে ও আল্লাহতায়ালার অশেষ রহমতের বৃষ্টিধারার কারনে কিছুটা শান্ত হয় আগুন।এলাকাবাসী আপ্রাণ চেষ্টা করে পুরোপুরি নিভাতে সক্ষম হয় আগুন।তৎক্ষনাত যদি সেই বৃষ্টিপাত না হতো তাহলে পুরো বাজার ধ্বংসলীলায় পরিনত হতো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS