আজ রাত ১.০০ ঘটিকায় লাউর ফতেহপুর বাাজারে আকস্মিক বজ্রপাতের কারনে বাজারের মাঝে কিছু দোকানপাট পুড়ে ছাই। আগুনের আভাস পেয়ে এলাকাবাসী আগুন নিভানোর জন্য ছুটে আসে কিন্তু এই চৈত্র মাসে নেই খালে-বিলে,পুকুরে পানি।আর আগুনের তাপে কেউ সামনে ভিড়বে এই ক্ষমতাও ছিলনাও কারো।এক পর্যায়ে মানুষের আহজারিতে ও আল্লাহতায়ালার অশেষ রহমতের বৃষ্টিধারার কারনে কিছুটা শান্ত হয় আগুন।এলাকাবাসী আপ্রাণ চেষ্টা করে পুরোপুরি নিভাতে সক্ষম হয় আগুন।তৎক্ষনাত যদি সেই বৃষ্টিপাত না হতো তাহলে পুরো বাজার ধ্বংসলীলায় পরিনত হতো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস