এক নজরে
কাল পরিক্রমায় আজ লাউর ফতেহপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল।
১. নাম: ১২নং লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদ
২. লাউর ফতেহপুর ইউপির আয়তন ............ : ৩৮৩৮.০৬ একর
৩. মোট লোকসংখ্যা ............ : পুরুষ ৯১৭৭ মহিলা ৯৪৪৬ মোট ১৮৬২৩জন
৪. মসজিদের সংখ্যা ............ : ৩৭টি
৫. মন্দিরের সংখ্যা ............ : ৪টি
৬. টিউবয়েলের সংখ্যা ............ : ১৯৬১টি
৭. জমি ............ : আবাদি ১৫৫৮ হেক্টর, সাময়িক পতিত ০২ হেক্টর
আবাদের অযোগ্য অনাবাদি জমির পরিমান...... : ৫৪০ হেক্টর
এক ফসলি জমির পরিমান ...... : ৪৩৫ হেক্টর
দু ফসলী জমির পরিমান ...... : ৮৮৫ হেক্টর
তিন ফসলী জমির পরিমান ...... : ২৫৫ হেক্টর
মোট ফসলী জমির পরিমান ...... : ২৯৭০ হেক্টর
৮.মোট গ্রামের সংখ্যা ...... : ১০টি
. মৌজার সংখ্যা ....... : ০৫ টি
৯. ওয়ার্ড সংখ্যা ...... : ৯টি
হাট বাজারের সংখ্যা ........ : ০৩ টি
১০. উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম : সিএনজি/রিক্সা/বাস।
১১. কৃষক পরিবারের সংখ্যা ...... : ৪৭৭৭ জন
১২. ভূমিহীন পরিবারের সংখ্যা ..... : ১০৫০ জন
১৩. আবাদি জমির পরিমান ..... : ১৫৭৫
১৪. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ...... : ৬টি
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ..... : ০৩টি
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ..... : ০৩টি
১৫. উচ্চ বিদ্যালয় ........... : ০২টি
১৬. কলেজ .......... : ০১টি
১৭. মাদ্রাসা .......... : ০৫টি
১৮. ব্যাংক ..........: ১টি
১৯. দায়িত্বরত চেয়ারম্যান – জনাব আলহাজ্ব ফারুক আহাম্মদ
২০. গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
২১. ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
২২. ইউপি ভবন স্থাপন কাল –১৫/০৬/১৯৯৭ ইং।
২৩. নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১৭/০৭/২০১১ ইং
২) প্রথম সভার তারিখ – ১৭/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৬/০৭/২০১৬ ইং
২৪. গ্রাম সমূহের নাম –
# লাউর # ফতেহপুর # হাজীপুর # আহাম্মদপুর # টানচারা # আদর্শগ্রাম # বিষ্ণুপুর
# বাশারুক # রাধানগর # বাড়ীখলা।
২৫. ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস